আপনি কি সত্যিই মুসলমান? একটু ভেবে দেখুন তো??? Are you really Muslim?


আপনি কি সত্যিই মুসলমান? 
◉ সিনেমা দেখে চোখে পানি
আসে!
◉ নাটক দেখে চোখে পানি আসে!
◉ গান শুনে চোখে পানি আসে!
◉ অবৈধ প্রেমের কারণে চোখে পানি
আসে!
◉ পছন্দের দল খেলায় হারলে চোখে
পানি আসে!
❐ কিন্তু Amra প্রতিদিন আল্লাহর কতই
না নাফরমানি করছি, koto পাপ করছি।
নিজের পাপের কারণে চোখে একটুও
পানি আসে না! বা একটুও mon খারাপ হয়
না! এটাই জাহেলিয়াত গোমরাহি!
আমরা আবার নিজেদেরকে মুসলিম
দাবী করি। আরে মুসলিম কাকে বলে -
এটা আমরা কি জানি না?
◉ খেলার জন্য কাঁদার নাম মুসলিম নয়।
◉ সিনেমা দেখে চোখে পানি
আসার
নাম মুসলিম নয়।
◉ নাটক দেখে চোখে পানি আসার
নাম মুসলিম নয়।
◉ প্রেমিক/প্রেমিকার জন্য চোখে
পানি আসার নাম মুসলিম নয়।
◉ মুসলিম মানেই, আল্লাহকে সবচেয়ে
বেশি ভালোবাসা।
◉ মুসলিম মানেই, রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
উনাকে দুনিয়ার সব কিছুর চেয়েও
বেশী, এমন কি নিজের জীবনের
চেয়েও বেশী মুহব্বত করা, আর মুহব্বত
করি দাবী করলে, সে দাবী অনুযায়ী
জীবনের প্রতিটি বিষয়েই উনাকে
একমাত্র আদর্শ হিসেবে গ্রহন করা এবং
সুক্ষাতিসুক্ষ, পুংক্ষানুপুংক্ষ
ভাবে উনাকে অনুসরণ ও অনুকরন করা।
◉ মুসলিম মানেই, কুর'আন-সুন্নাহর অনুসরণ
করা।
◉ মুসলিম মানেই, একমাত্র আল্লাহ পাক
উনার ইবাদত করা, উনার মুখাপেক্ষী
হওয়া। মানুষের মুখাপেক্ষী না হওয়া।
◉ মুসলিম মানেই, নিজের ইচ্ছাকে বা
নফসকে পরিপূর্নভাবে আল্লাহ পাক
উনার কাছে সমর্পন করা।
❐ সময় থাকতে এসব জাহেলিয়াত
আমাদের বর্জন করা উচিত। ইসলাম
উনাকে মেনে চলা উচিত। পাঁচ ওয়াক্ত
নামায পড়া উচিত। মৃত্যু কি জিনিস,
যে মৃত্যবরণ করেছে, সে'ই কেবল বুঝতে
পেরেছে। মৃত্যু মানেই জীবন এর শেষ নয়,
মৃত্যু মানে চিরস্থায়ী জীবনের শুরু
মাত্র। অতএব, মৃত্যু আসার আগেই
দুনিয়াবী খেল-তামাশা বর্জন করে
আল্লাহ পাক ও উনার হাবীব ও রাসূল,
নূরে মুজাসসাম, হুযুর পাক সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম উনাকে অনুসরণ
ও অনুসরন করা ফরয বা অপরিহার্য, যদি
আমরা পরকালে মুক্তি পেতে চাই,
অন্যথায় দুনিয়াতে আছে লাঞ্চনা আর
পরকালে জাহান্নামের আযাব।
❐ সে'ই তো প্রকৃত বুদ্ধিমান, যে
পরকালের শান্তির জন্য চিন্তা বা
ফিকির করে এবং সে অনুযায়ী বেশি
বেশি নেক আমল করে।
খালিক্ব, মালিক, রব, মহান আল্লাহ্ পাক
আমাদের সকলকে উনার, ও উনার রাসূল
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
উনাকে এবং
উনাদের উলিল আমর আউলিয়া
কিরামগন উনাদেরকে
হাক্বীক্বীভাবে অনুসরন ও অনুকরণ করার
তাওফিক দান করুন।
আমিন

No comments:

Post a Comment

সবার আগে এইচএসসি/আলিম রেজাল্ট ২০১৯ দেখুন >>> https://ourbd24.com/hsc-result/ সবার আগে এইচএসসি/আলিম রেজাল্ট ২০১৯ দেখুন >>...