Showing posts with label Latest News. Show all posts
Showing posts with label Latest News. Show all posts

নিরপরাধ ফিলিস্তিনিরা দুর্বিসহ বন্দি জীবন কাটাচ্ছেন ইহুদিবাদী ইসরাইলি কারাগারে


আওয়ার বিডি ২৪: ইহুদিবাদী ইসরাইল সরকারের ‘এতজিওন’ নামক জেলে আটক ফিলিস্তিনি বন্দিরা নির্যাতনের স্বীকার সহ নানান দুর্বিসহ জীবন কাটাচ্ছেন বলে খবর প্রকাশ করেছে ফিলিস্তিনি বন্দি বিষয়ক মানব অধিকার পরিষদ সংস্থা - আল-আহ্‌দ। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, চলমান প্রচণ্ড শীতের মাঝে গরম কাপড় ও অসুস্থদের ঔষধ সহ চিকিৎসা সামগ্রীর তীব্রতর অভাবে প্রচন্ড কষ্টের স্বীকার হচ্ছেন ফিলিস্তিনি বন্দিরা। শীতে থেকে রেহাই পাওয়ার জন্য তাদেরকে গরম কাপড় কিংবা কম্বল জাতীয় কোন উপকরন ই সরবরাহ করেনি ইহুদিবাদী ইসরাইলি কর্তৃপক্ষ।

ওই পরিষদ থেকে জানানো হয়েছে, ইহুদিবাদী ইসরাইলি কারা কর্তৃপক্ষ
তাদের পূর্ব পরিকল্পনামাফিক কারাগারে বন্দী ফিলিস্তিনিদের কষ্ট দেয়ার জন্যই এই অমানবিক ব্যবস্থা গ্রহন করেছে। এ ছাড়া, ফিলিস্তিনি বন্দীদেরকে প্রতিদির মারধর করাও হয় বলে জানিয়ে পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক সবধরনের বন্দী আইন ও ঘোষণা লঙ্ঘন করে এধরনে অমানবিক কাজ করে যাচ্ছে ইসরাইলি ইহুদিবাদীরা।

ফিলিস্তিনি বন্দী বিষয়ক চিকিৎসা কেন্দ্র থেকে জানানো হয়েছে, গত ২০১৮ সালে ইহুদিবাদী ইসরাইল সেনা পুলিশরা পাঁচ হাজার ৭০০ ফিলিস্তিনি জনগন কে আটক করে রেখেছে, যাদের মধ্যে ৯৮০জন ছোট শিশু ও ১৭৫ জন নারী রয়েছেন। এ ছাড়া, ২০১৮ সালকে ফিলিস্তিনি বন্দীদের জন্য ‘সবচেয়ে খারাপ বছর’ বলে সম্প্রতি এক প্রতিবেদনে উল্লেখ করে জানিয়েছে ফিলিস্তিনি বন্দী বিষয়ক মন্ত্রণালয় পক্ষ থেকে। এ বছরও নির্যাতিত  মজলুম এই জনগোষ্ঠীর বিরুদ্ধে গণগ্রেফতার অভিযান চালিয়েছে ইসরাইলি সেনা পুলিশ।

উৎস, পার্সটুডে

ব্রিজ আছে রাস্তা নাই: ঠাকুরগাঁও

সেতু আছে সড়ক নেই

আওয়ার বিডি ২৪: বিগত টানা ৩২ বছর ধরে সংযোগ সড়ক না থাকায় বিচ্ছিন্ন রয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আমসারা খালের ওপর সেতুটি। ১৯৮৭ সালের ভয়ানক বন্যায় ব্রিজটির উভয় পারের সংযোগের রাস্তাটি খালে পরিণত হলেও তা নতুন করে আর মেরামত করা হয়নি। এই সেতুটির সড়ক সংযোগ না থাকার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে প্রায় ১০ থেকে ১২টি গ্রামের কয়েক হাজার সাধারন মানুষের।

পীরগঞ্জ ইউনিয়নের খাড়িপাড়া গ্রামের কৃষক মুহাম্মাদ আব্দুল খালেক বলেন, বর্ষার মৌসুমে কোমর পর্যন্ত পানি পাড়ি দিয়ে চলাচল করতে হয়। এখানকার এলাকাবাসী সহ সাধারন জনগন ব্রিজ টি পূণঃ মেরামতের জন্য সরকারের বিভিন্ন দপ্তরে দিনের পর দিন যোগাযোগ করেও কোন লাভ হচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে নাম মাত্র আশ্বাস দেয়া হয় বারবার, কিন্তু বাস্তবে কোন কাজ হচ্ছে না।

স্থানীয় মুহাম্মাদ আবু তারেক বাধন, বাদল হোসেন, মুহাম্মাদ ফাইদুল ইসলাম বলেন, রাস্তা টি মেরামত না করায় এখানকার ছোট ছোট ছেলে-মেয়েরা সহ সবাইকেই বর্ষার মৌসুমে কষ্ট করে অনেক পথ ঘুরে  বিদ্যালয়ে যেতে হয়। আরো অনেকে মন্তব্য পেশ করেছেন যে, সেতুটি  সড়ক থেকে সম্পূর্ন বিচ্ছিন্ন হওয়ার ফলে খালের পূর্ব পার্শ্বের কয়েকটি গ্রামের সাথে বোচাগঞ্জ উপজেলার সঙ্গে এবং জাবরহাট ইউনিয়ন পরিষদের পশ্চিম পাড়ের সাথে যোগাযোগে ভোগান্তি বেড়েই চলছে। এ সম্পর্কিত বিষয়ে পীরগঞ্জ উপজেলার প্রকৌশলী মুহাম্মাদ ইসমাইল হোসেন বলেন, এর আগের প্রকৌশলী সেতুর বর্তমান পরিস্থিতি দর্শনে যান প্রয়োজনে আমি নিজে গিয়েও সেতু ও সড়কের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা গ্রহণ করব। উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মাদ জিয়াউল ইসলাম ওরফে জিয়া বলেন, কিছু সময় দেরিতে হলেও এটির মেরামত করা হবে। বিষয়টি আমি আমার স্থানীয় এমপিকে জানাবো এবং দ্রুত সড়ক ও সেতুটির কাজ শুরু করব।

সূত্র: ইনকিলাব

মাত্র ৮ মাসেই সম্পূর্ন কোরআন শরীফ মুখস্ত করে ফেললো এই শিশু

মাত্র ৮ মাসেই সম্পূর্ন কোরআন শরীফ মুখস্ত করে ফেললো এই শিশু

আওয়ার বিডি ২৪:
 পুরো এক বছরও নয় মাত্র আট মাসেই সম্পূর্ণ কুরআন শরীফ হিফজ করার কৃতিত্ব অর্জন করেছেন ‘আল আওয়াজ’ নামক বর্তমান ফিলিস্তিনের গাজা প্রদেশের ৮ বছরের এই শিশু।

আল আওয়াজ ফিলিস্তিনের গাজা প্রদেশের জাবালিয়া শহরের আল-ওমরী মসজিদে পবিত্র কুরআন শরীফের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করে এই কৃতিত্ব অর্জন করে নেন।

প্রাপ্ত তথ্য মতে জানা গেছে, ৮ বছরের শিশু আল আওয়াজ প্রথম দিকে কুরআন শরীফের তেলাওয়াত শুনে প্রতিদিন ১ পৃষ্ঠা করে মুখস্থ করতেন। এর পর আস্তে আস্তে তিনি নিয়মিত ২ অথবা ৩ পৃষ্ঠা করে মুখস্থ করা শুরু করেন। এভাবে শেষের দিকে এসে তা বাড়িয়ে প্রতিদিন ১৬ পৃষ্ঠা করে মুখস্থ করতেন।

মাত্র আট মাসে সম্পূর্ন পবিত্র কুরআন শরীফ হিফজ করে ফিলিস্তিনের গাজা প্রদেশে সর্ব্বোচ্চ রেকর্ড গড়েছেন ৮ বছরের নাবালিক শিশু মুহাম্মাদ হাফিজ আল আওয়াজ। ইতোপূর্বে গাজা প্রদেশের কেউ ই এতো স্বল্প সময়ের মধ্যে পবিত্র কুরআন শরীফ সম্পূর্নভাবে হিফজ করতে পারেনি।

সংসদেই শুধু বিরোধী দল হয় না, সংসদের বাহিরেও হয়: খালেদা জিয়া


আওয়ার বিডি ২৪: সংসদেই শুধু বিরোধী দল হয় না, সংসদের বাহিরেও হয় বলে মন্তব্য প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

গত রোববার ১৩ ই জানুয়ারি দুপুরে দিকে  অভিযুক্ত নাইকো দুর্নীতি মামালায় শুনানির সময় এক পর্যায়ে তিনি এমন মন্তব্য করেন।

বেগম খালেদা জিয়া বলেন, সংসদেই শুধু বিরোধী দল হয় না, সংসদের বাহিরেও বিরোধী দল হয়। বিএনপি যে অবস্থানের মধ্যেই থাকুক, বিএনপি বাংলাদেশের জনপ্রিয় একটি রাজনৈতিক দল। বিএনপি এদেশের জনগণের দল।

এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কে দুপুর ১২টা ২০ মিনিটে হুইল চেয়ারে করে এনে আদালতে উপস্থিত করা হয়। পরে এদিন দুপুর সাড়ে ১২:০০ টার দিকে তার মামলার শুনানি শুরু হয় ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯নং বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে ।

আদালতে মামলার শুনানি শেষে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি
আগামী ২১ জানুয়ারি ধার্য করে দিয়েছেন আদালত।

প্রসঙ্গত, বেগম খালেদা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় যথাক্রমে ১০ এবং সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে সাজপ্রাপ্ত। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর খালেদা জিয়াকে বন্দি রাখা হয়।

সিনেমায় ইসলাম অবমাননার অভিযোগের জবাব দিলেন পরিচালক সরয়ার ফারুকী


আওয়ার বিডি ২৪: বিগত কিছুদিন ধরে ফেসবুক সহ অনান্য প্রায় সকল সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশী আলোচিত বিষয় হয়ে উঠেছিলো  গত ২০১৬ সালের ১লা জুলাই হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনার ওপর নির্মিত “শনিবার বিকেল” নামক চলচ্চিত্রের কিছু স্থিরচিত্র।

এখনো চলচ্চিত্রটি মুক্তি না পেলেও এর অভিনেতা-অভিনেত্রীদের ‘লুক’ প্রকাশিত হয়েছে। চলচ্চিত্রটির প্রকাশিত লুকে অভিনেতা জাহিদ হাসানকে মুখে দাড়ি সহ ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা কে হিজাব সহ ইসলামী বেশভূষায় দেখা গেছে। জাহিদ হাসানের মুখভর্তি দাড়ি আর তিশার পরনে রয়েছে ইসলামী ভাবধারার পোশাক নিয়ে যেন বিতর্কের শেষ নেই।

মূলত আপত্তিটা উঠেছে সেখানেই। ফেসবুক সহ প্রায় সকল সোশ্যাল মিডিয়ায় একটা অংশের লোকজন এটা কে ধর্মীয় অনূভুতিতে আঘাতের অভিযোগ তুলেছে। তারা মনে করছেন চলচ্চিত্রটিতে এইসলামী ভাবধারার পোশাকে সন্ত্রাসীদের দেখানো হয়েছে। আর এই নিয়ে ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া জগতে চলছে প্রতিবাদ ও নিন্দার ঝড়।

এরই মধ্যে ছবিটির মূল পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজস্ব একাউন্টে এ  নিয়ে প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন।

পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে নিজের একাউন্টে দেয়া এক স্ট্যাটাসে বলেন, ‘প্রিয় ভাই ও বোনেরা! আমি মোস্তফা সরয়ার ফারুকী ইসলাম বিরোধী নই এবং ইসলামের প্রচারক নই! আমি শুধুমাত্র একজন চলচ্চিত্র নির্মাতা! মূল চলচ্চিত্র না দেখেই কাউ কে ইসলাম বিদ্ধেষী বলা বা তার বিচার চাওয়া কোন জ্ঞানীর কাজ হতে পারে না।’

ফারুকী আরো বলেন, ভেবেছিলাম আমি চুপ করে থাকব এবং নদীর স্রোত প্রবাহিত হতে থাকবে। কিন্তু মনে হচ্ছে উল্টো এর প্রচারণা দাবানলের আগেই ছড়িয়ে পড়েছে।

এছাড়াও ফেসবুক পোষ্টে ফারুকী তার প্রতিষ্ঠান ”ছবিয়াল”-এর ফেসবুক পেজে দেয়া এই বিষয়ের বিস্তারিত বিবৃতিটি দেখতে বলেন।

কি আছে  সরয়ার ফারুকীর ”ছবিয়াল”-এর ফেসবুক পেজে দেয়া বিবৃতিতে?
শনিবার বিকেল নামক চলচ্চিত্রটি নিয়ে  ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মানুষ নিজে মনগড়া ব্যাখ্যা দিচ্ছে দাবী করে ”ছবিয়াল”-এর ফেসবুক পেজে দেয়া বিবৃতিতে বলা হয়,।

 তিনি অভিযোগ করে বলেন “শনিবার বিকেল” ছবিটির কিছু স্থিরচিত্র অনলাইনে দিয়ে কিছু সংখ্যক মানুষ মনগড়া এবং ভুলভাল ব্যাখ্যা দিয়ে যাচ্ছে। এই সমস্ত বিভ্রান্তির ব্যাপারে আমরা আমাদের দর্শকবৃন্দদের চোখ কান খোলা রেখে সজাগ থাকার আহবান জানাচ্ছি। গল্প সম্পর্কে বিস্তারিত কিছু না জেনে এবং সিনেমা না দেখেই কেউ কেউ আপন নিজ কল্পনায় গল্প তৈরি করে ফেলছেন। তারা অভিযোগ করে বলেছেন, সন্ত্রাসীদের মুখে দাড়ি এবং মাথায় হিজাব দিয়ে কি বোঝানো হচ্ছে!
এখন আমাদের পক্ষ থেকে প্রশ্ন হলো, তারা অভিনেতা জাহিদ হাসানের মুখে দাড়ি দেখেই কিভাবে বুঝে ফেললেন যে একজন তিনি সন্ত্রাসী? দাড়ির সাথে সন্ত্রাসের কী কোন সম্পর্ক আছে? তিনি তো পুলিশও হতে পারেন!

আরো বলা হয়, এখন এক দল মানুষ কল্পনা করে একেক বার একেক রকম জিনিস নিয়ে প্রতিবাদ শুরু করবেন, আর আমরা এসে শুধু খোলাসা করতে থাকবো “না ভাই, এটা এরকম না, এটা আসলে এইরকম”? এই করতে করতে একটি সময় সম্পূর্ন গল্পটাই তাদেরকে বলে দেই? কারন অভিযোগকারীরা তো অনলাইন এ্যক্টিভিষ্ট, তারা তো
আর কষ্ট করে সিনেমা দেখতে হলে যাবেন না। তাহলে তাদের সুবিধার্থে অনলাইনেই সম্পূর্ন গল্পটা লিখে দেই আমরা? যারা এই রকম অপপ্রচার চালাচ্ছেন তাদেরকে বলছি ধৈর্য্য ধারন করে আগে সম্পূর্ন ছবি দেখুন, তারপর কথা বললে ব্যপারটা স্বাস্থ্যকর হবে। সকলকে ধন্যবাদ।

মুহাম্মাদ বিন সালমান ই খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছেন: সিআইএ


আওয়ার বিডি ২৪: বর্তমান সৌদির আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান ই তার সমালোচনাকারী ভিন্ন মতাবলম্বী সাংবাদিক মুহাম্মাদ জামাল খাশোগিকে হত্যার আদেশ দিয়েছিলেন বলে বিবৃতি প্রদান করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা বাহিনী সি আই এ।

তবে সৌদি আরবের সরকার এ ঘটনায় প্রিন্স সালমানের জড়িত না থাকার কথাই বলেছে বারবার। একজন মার্কিন কর্মকর্তা শুক্রবার সি এন এন নিউজ কে বলেন, তুর্কি সরকারের পক্ষ থেকে দেয়া অডিও রেকর্ডিং এবং বিভিন্ন প্রমাণাদি এবং মার্কিন গোয়েন্দা বাহিনীর কর্মকর্তাদের তথ্যের ওপর নির্ভর করে তারা এই সিদ্ধান্তে পৌছঁছেন।

তিনি জানিয়েছেন, তদন্তকর্মকর্তারা দৃঢ়ভাবে এই বিশ্বাস করেন যে, সাংবাদিক মুহাম্মাদ জামাল খাশোগিকে হত্যার মতো এমন একটি অপারেশন ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমানের অনুমতি ছাড়া হয়নি।

এদিকে বৃহস্পতিবার সৌদি আরবের পাবলিক প্রসিকিউটরের কার্যালয় থেকে জানিয়েছিল যুবরাজ মুহাম্মাদ বিন সালমান নন তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন একজন গোয়েন্দা কর্মকর্তা।

ওই তথ্য অনুযায়ী হত্যার নির্দেশদাতা গোয়েন্দা কর্মকর্তা কে দায়িত্ব প্রদান করা হয়েছিল সাংবাদিক মুহাম্মাদ জামাল খাশোগিকে বুঝিয়ে শুনিয়ে সৌদি আরবে ফিরিয়ে আনার জন। কিন্তু ওই গোয়েন্দা কর্মকর্তা  তা না করে জামাল খাশোগিকে হত্যা করে ফেলেন।

উল্লেখ্য যে, সাংবাদিক জামাল খাশোগি সৌদি রাজপরিবারের বিরুদ্ধবাদী সমালোচক ছিলেন। গত ২ ই অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল শহরের ভেতরে অবস্থিত সৌদি কনস্যুলেটে প্রবেশের করার পর আর কোন খোজ পাওয়া যায়নি।

সাংবাদিক মুহাম্মাদ জামাল খাশোগি তার বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তুলতে সৌদি কনস্যুলেটে যাওয়ার পর সেখানে তাকে নিহত করে তার মরদেহ লুকিয়ে ফেলা হয়। এখনও তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজধানীর ডেমরায় দুই শিশু কে ধর্ষনের পর হত্যা!

আমরা ধর্ষক ও তার সহযোগীদের ফাসী চাই!!!

ছবিতে ফুটফুটে যে বাচ্চা দুটোকে দেখছেন তাদের কে খুন করা হয়েছে!

ঘটনা ঘটেছে রাজধানীর ডেমরা থানার কোনাপাড়া, শাহজালাল রোডে!
সকাল থেকেই মাইকিং করা হচ্ছিলো দোলা(৭) এবং নুসরাত(৫) বছরের দুজন মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
.
অত্র এলাকায় সারাদিন খুঁজেও তাদেরকে পাওয়া যায়নি অবশেষে যখন পাওয়া গেল, দুজনের কেউ ই আর বেঁচে নেই।
.
বাচ্চা দুটোকে পাওয়া গেছে দোলাদের পাশের বাড়ির একটি ফ্ল্যাটে খাটের নিচে লেপে মোড়ানো অবস্থায়। ধারণা করা হচ্ছে দোলা ধর্ষণের সম্মুখীন হয়েছে।
.
দোলা এবং নুসরাত দুই পরিবারের কারো সাথেই খুনির ফ্ল্যাটের কারো পূর্ব শত্রুতা বা ঝগড়া ঝাটি ছিল না বলেই জানা যায়! তাহলে এত ছোট বাচ্চাদের খুন করার কারণ কি হতে পারে?
দোলার গায়ে কোন কাপড় পাওয়া যায়নি বলে ধারণা করা হচ্ছে দোলা ধর্ষণের শিকার হয়েছে।
.
সাত বছরের একটা বাচ্চা মেয়ের শরীরে কি এমন আছে তার প্রতি অনুভূতি জাগবার মতন?
এতো ছোট ছোট ফুলের মতন বাচ্চাকে কিভাবে খুন করতে পারে মানুষ?
পুলিশ আসামীর স্ত্রীকে গ্রেফতার করে নিয়ে গেছে, আশা করছি আসামীও খুব শীঘ্রই ধরা পরবে।
.
দেশে প্রতিনিয়ত এরকম ঘটনা অহরহ ঘটছে। দোলা এবং নুসরাত হত্যার কঠোর থেকে কঠোরতম শাস্তি কামনা করছি, যাতে ভবিষ্যতে কোন বাচ্চা ধর্ষণ এবং খুনের সম্মুখীন না হয়।

( ছবিঃ লাল রঙের জামা পড়া মেয়েটি দোলা, বিছানার পাশে দাঁড়িয়ে থাকা ছবিটি নুসরাতের। বিছানায় দোলা এবং নুসরাতের মৃত দেহ।)

খুনীদের দেয়া তথ্য থেকে জানা যায় যে: ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়েই রাজধানীর ডেমরায় দুই শিশু নুসরাত জাহান ও ফারিয়া আকতার দোলাকে হত্যা করা হয় বলে জানিয়েছে আটক গোলাম মোস্তফা ও তার চাচাতো ভাই আজিজুল। বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ওয়ারী বিভাগের উপ কমিশনার মো. ফরিদ উদ্দিন এতথ্য জানান। এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে ডেমরা ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত গোলাম মোস্তফা ও তার চাচাতো ভাই আজিজুলকে গ্রেফতার করা হয়। ডিসি ফরিদ উদ্দিন বলেন, দুই শিশুকে লিপস্টিক দিয়ে সাজানোর লোভ দেখিয়ে ঘরে নিয়ে যায় মোস্তফা ও আজিজুল। এরপর দরজা বন্ধ করে তারা প্রথমে মোস্তফার লিপস্টিক দিয়ে দুই শিশুকে সাজিয়ে দেয়। এরপর ইয়াবা সেবন করে মোস্তফা ও আজিজ রুমে উচ্চস্বরে ক্যাসেট প্লেয়ার বাজিয়ে দুই শিশুকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু এসময় শিশুরা প্রচণ্ড চিৎকার শুরু করলে ফারিয়াকে গলাটিপে হত্যা করে আজিজুল। এরপর নুশরাত জাহানকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মোস্তফা। ওয়ারী বিভাগের ডিসি আরো জানান, হত্যার পর আজিজুল পালিয়ে যায়। আর মোস্তফা দুই শিশুর মরদেহ নিয়ে বাসায় রেখে দেয়। মোস্তফার স্ত্রী সন্ধ্যার দিকে গার্মেন্টস থেকে বাসায় ফিরলে স্বামীর অস্বাভাবিক আচরণ দেখতে পান। মেঝেতে শিশুদের স্যান্ডেল পড়ে থাকতে দেখেন। দুইজনের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন টের পায় এবং পুলিশকে খবর দেয়। তবে ঘটনার দিন সন্ধ্যার দিকেই মোস্তফা পালিয়ে যায়।

সবার আগে এইচএসসি/আলিম রেজাল্ট ২০১৯ দেখুন >>> https://ourbd24.com/hsc-result/ সবার আগে এইচএসসি/আলিম রেজাল্ট ২০১৯ দেখুন >>...