মাত্র ৮ মাসেই সম্পূর্ন কোরআন শরীফ মুখস্ত করে ফেললো এই শিশু

মাত্র ৮ মাসেই সম্পূর্ন কোরআন শরীফ মুখস্ত করে ফেললো এই শিশু

আওয়ার বিডি ২৪:
 পুরো এক বছরও নয় মাত্র আট মাসেই সম্পূর্ণ কুরআন শরীফ হিফজ করার কৃতিত্ব অর্জন করেছেন ‘আল আওয়াজ’ নামক বর্তমান ফিলিস্তিনের গাজা প্রদেশের ৮ বছরের এই শিশু।

আল আওয়াজ ফিলিস্তিনের গাজা প্রদেশের জাবালিয়া শহরের আল-ওমরী মসজিদে পবিত্র কুরআন শরীফের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করে এই কৃতিত্ব অর্জন করে নেন।

প্রাপ্ত তথ্য মতে জানা গেছে, ৮ বছরের শিশু আল আওয়াজ প্রথম দিকে কুরআন শরীফের তেলাওয়াত শুনে প্রতিদিন ১ পৃষ্ঠা করে মুখস্থ করতেন। এর পর আস্তে আস্তে তিনি নিয়মিত ২ অথবা ৩ পৃষ্ঠা করে মুখস্থ করা শুরু করেন। এভাবে শেষের দিকে এসে তা বাড়িয়ে প্রতিদিন ১৬ পৃষ্ঠা করে মুখস্থ করতেন।

মাত্র আট মাসে সম্পূর্ন পবিত্র কুরআন শরীফ হিফজ করে ফিলিস্তিনের গাজা প্রদেশে সর্ব্বোচ্চ রেকর্ড গড়েছেন ৮ বছরের নাবালিক শিশু মুহাম্মাদ হাফিজ আল আওয়াজ। ইতোপূর্বে গাজা প্রদেশের কেউ ই এতো স্বল্প সময়ের মধ্যে পবিত্র কুরআন শরীফ সম্পূর্নভাবে হিফজ করতে পারেনি।

No comments:

Post a Comment

সবার আগে এইচএসসি/আলিম রেজাল্ট ২০১৯ দেখুন >>> https://ourbd24.com/hsc-result/ সবার আগে এইচএসসি/আলিম রেজাল্ট ২০১৯ দেখুন >>...