একদিন আল্লাহ রব্বুল আলামীনের দরবারে আমাদের কে জবাব দিতে হবে....


প্রতিদিন সুবহে সাদিকে যে মোরগটি
আপনাকে ফজরে ডেকে দিয়েছে, একদিন
তারই গলায় আপনি ধারালো ছুরি
চালিয়েছেন !
আপনি তো সেই, যে কিনা নবজাতক বাছুরকে
সারা রাত ক্ষুধার্থ রেখে সকালে মা গরুর
সবটুকু দুধ নিয়ে তার প্রাপ্যটা দিতেও
কার্পন্য করেছেন!
আপনার বাসায় বিশ্বাস নিয়ে যে কবুতর
বাসা বেঁধেছিলো, সে তো জানতো না তার
আদরের ছোট ছানাগুলোকে আপনি চিবিয়ে
খাবেন!
আপনি তো সেই যে খাবারের লোভ দেখিয়ে
ক্ষুধার্থ মাছের মুখ রক্তাক্ত করেছেন বরশির
আঘাতে!
আপনি তো সেই যে শিকারের মজা লুটেছেন
কোন জিকিরকারী পাখির বুকে গুলি
চালিয়ে!
আপনি তো সেই যে বোবা প্রানীর কান্না
দেখেও আপনার জমির হালচাষ করতে দিধা
করেননি, মহিষের কাঁধকে থেতলে দিয়েছেন
মাল বোঝাই গাড়ি চাপিয়ে....
আসলেই মানুষ কতটা নিষ্ঠুর?
একবার কখনও কি ভেবেছেন এসব নিষ্ঠুরতার
পরেও এসব প্রানী কেন আপনার অনুগত?
কারন- সবার স্রষ্টা মহান আল্লাহই তার প্রিয়
বান্দা মানুষদের জন্য এসব নেয়ামত দান
করেছেন, যাতে করে সেসব বান্দারা তার
কৃতজ্ঞতা প্রকাশ করে, স্রষ্টার হুকুম মানে
এবং তার নিকট সিজদাকারী হয় ৷
কিন্তু কিছু মানুষ এতো নিষ্ঠুর যে, সে তার
নিজের প্রতিও জুলুম করে ৷ স্রষ্টার দেয়া
রিযিকে শরীরে রক্ত, মাংস, শক্তি তৈরি
করে তাঁরই বিরুদ্ধে পথ চলে, কাজ করে,
স্লোগান তোলে!
তারা ভাবেনা, হাশরের মাঠে বিচারের দিন
এসব অবিচার আর নেয়ামতের সকল হিসাবই
দিতে হবে ৷
হে রাহীম রহমান, তুমি আমাদের তোমার
কৃতজ্ঞ বান্দা/বান্দি হওয়ার তাওফিক দাও ৷
তোমার
নেয়ামতে গড়া আমাদের শক্তি,মেধা ও
যোগ্যতাকে তোমার দ্বীনের রাস্তায় ব্যয়
করার সৌভাগ্য দান করো ৷ আমীন।।

No comments:

Post a Comment

সবার আগে এইচএসসি/আলিম রেজাল্ট ২০১৯ দেখুন >>> https://ourbd24.com/hsc-result/ সবার আগে এইচএসসি/আলিম রেজাল্ট ২০১৯ দেখুন >>...