জে এস সি রেজাল্ট 2018 | জেডিসি ও জেএসসি পরীক্ষার ফলাফল 2018

আস্সালামু আলাইকুম...........

বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে সারা দেশে একযোগে নয়টি আলাদা শিক্ষাবোর্ডে আওতায় 2018 সালে অনুষ্ঠিত জেএসসি ও জেডিসি পরীক্ষার রেজাল্ট আগামী ২৪ ই ডিসেম্বর ২০১৮ ইং তারিখে প্রকাশিত হবে। ঐদিন দুপুর থেকেই আপনি সবার আগে সবচেয়ে দ্রুত এবং খুব সহজেই আপনার কাঙ্খিত জে এস সি রেজাল্ট 2018 এবং জেডিসি রেজাল্ট ২০১৮ এই ওয়েবসাইটের মাধ্যমেই সম্পূর্ন মার্কশিট সহকারে ডাউনলোড করে নিতে পারবেন। সাধারনত রেজাল্ট প্রকাশের দিন শিক্ষার্থীরা শিক্ষাবোর্ডের এই ওয়েবসাইট www.educationboardresults.gov.bd থেকে তাদের কাঙ্খিত রেজাল্ট ডাউনলোডের চেষ্টা করে থাকেন। যার ফলে অতিরিক্ত ভিজিটরের চাপের কারনে সাইট টি সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং এ অবস্থায় সবাই একটা অস্বস্থিকর পরিবেশের সম্মূখীন হন।
অথচ উক্ত ওয়েবসাইট ছাড়াও শিক্ষাবোর্ডের আরো বেশ কয়েকটি ভাল মানের ওয়েবসাইট আছে, যেগুলো থেকে খুব সহজেই রেজাল্ট মার্কশিট ডাউনলোড করা যায়, কিন্তু তা আমাদের অনেকেরই জানা না থাকার কারনেই সমস্যায় পরতে হয়। তো আজ আমি সকল বোর্ডের জেএসসি পরীক্ষার ফলাফল 2018 এবং মাদ্রাসা বোর্ডের জেডিসি ফলাফল ২০১৮ সম্পূর্ন মার্কশিট সহকারে ডাউনলোড করার সহজ পদ্ধতি নিচে তুলে ধরলাম এবং সেই সাথে শিক্ষাবোর্ডের বিকল্প রেজাল্ট সাইটের সোর্সগুলিও নিচে দিয়ে দিলাম।

মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে জে এস সি রেজাল্ট 2018 এবং জেডিসি রেজাল্ট ২০১৮ জানবেন কিভাবে?

তো প্রথমেই চলুন কিভাবে খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল বা স্মার্ট ফোন থেকে ছোট্ট একটি এসএমএসের মাধ্যমেই জেএসসি রেজাল্ট 2018 এবং জেডিসি ফলাফল ২০১৮ মার্কশিট সহকারে জেনে নিবেন:
প্রথমে আপনার মোবইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন JSC মাদ্রাসার হলে লিখবেন JDC, একটু ফাকা করে আপনার শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখুন, আবার এক শব্দ পরিমান ফাকা করে আপনার জে এস সি অথবা জেডিসি পরীক্ষার রোল নাম্বারটি লিখু এবং একটু ফাকা করে লিখুন 2018 , এবার সম্পূর্ন মেসেজটি পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে।

সাধারন শিক্ষাবোর্ড → উদাহরন:- JSC DHA 532312 2018 পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে।

মাদ্রাসা শিক্ষাবোর্ড → উদাহরন:- JDC MAD 253312 2018 পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে।

এর পরও না বুঝলে নিচের স্কীনশটটি দেখুন:


এক নজরে দেখে নিন সকল শিক্ষাবোর্ডে প্রথম তিন অক্ষর বা শর্টকোড:

ঢাকা শিক্ষা বোর্ড ' Dhaka Education Board → DHA

চট্টগ্রাম শিক্ষা বোর্ড ' Chittagong Education Board → CHI

রাজশাহী শিক্ষা বোর্ড ' Rajshahi Education Board → RAJ

সিলেট শিক্ষা বোর্ড ' Sylhet Education Board → SYL

কুমিল্লা শিক্ষা বোর্ড ' Comilla Education Board → COM

দিনাজপুর শিক্ষা বোর্ড ' Dinajpur Education Board → DIN

যশোর শিক্ষা বোর্ড ' Jessore Education Board → JES

বরিশাল শিক্ষা বোর্ড ' Barisal Education Board → BAR

মাদ্রাসা শিক্ষা বোর্ড ' Madrasah Education Board → MAD

এবার আসুন কিভাবে আপনি অনলাইন থেকে জেএসসি পরীক্ষার ফলাফল 2018 এবং জেডিসি ফলাফল ২০১৮ সম্পূর্ন মার্কশিট সহকারে ডাউনলোড করতে নিবেন:

অনলাইন থেকে ফলাফল ডাউনলোডের অনেকগুলো উপায় আছে যেমন, আপনি আপনার রোল এবং রেজিষ্ট্রশন নম্বর দিয়ে রেজাল্ট ডাউনলোড করতে পারবেন আবার আপনার কাঙ্খিত শিক্ষা প্রতিষ্ঠানের EIIN Number দিয়ে প্রতিষ্ঠানের সকল ছাত্র ছাত্রীর জেএসসি অথবা জেডিসি পরীক্ষার ফলাফল ২০১৮ সম্পূর্ন একটি পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করে নিতে পারবেন। আবার প্রত্যেক টি শিক্ষাবোর্ড ও তাদের নিজস্ব ওয়েবসাইটেও ফলাফল প্রকাশ করে থাকে, আপনি নিচের লিষ্ট থেকে আপনার পছন্দ অনুযায়ী ফলাফল সংগ্রহ করুন........

Roll / Reg: Number দিয়ে রেজাল্ট ডাউনলোড করবেন যেভাবে:
নিচের লিংকগুলো থেকে আপনি রোল এবং রেজিষ্ট্রশন নম্বর দিয়ে জেএসসি রেজাল্ট ২০১৮ এবং জেডিসি ফলাফল ২০১৮ সম্পূর্ন মার্কশিট সহকারে ডাউনলোড করতে পারবেন এবং কোন বিষয়ে কত নম্বর এবং MCQ তে কত নম্বর পেলেন তা আলাদাভাবে সম্পূর্ন বিস্তারিত দেখতে পারবেন..........
[ তবে রেজাল্ট ফরমগুলি কিভাবে পূরন করবেন, তা যদি আপনার জানা না থাকে তাহলে এখানে ক্লিক করে জেনে নিন ]

অনলাই থেকে...
জেএসি এবং জেডিসি রেজাল্ট ডাউনলোডের প্রথম লিংক

জেএসি এবং জেডিসি রেজাল্ট ডাউনলোডের দ্বিতীয় লিংক

জেএসি এবং জেডিসি রেজাল্ট ডাউনলোডের তৃতীয় লিংক



শিক্ষাবোর্ডের সাইট থেকে রেজাল্ট জানবেন যেভাবে:
আপনার শিক্ষাবোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকে রেজাল্ট জানতে নিচের লিষ্ট থেকে সিলেক্ট করুন। এই পদ্ধদিতে রেজাল্ট সংগ্রহ করাই উত্তম বলে আমি মনে করি, কারন এতে সার্ভারের উপর চাপও থাকেনা সাধারনত এবং খুব সহজেই দ্রুত ফলাফল পাওয়া যায়.......

ঢাকা শিক্ষা বোর্ডের JSC পরীক্ষার ফলাফল 2018

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের জে এস সি রেজাল্ট ২০১৮

কুমিল্লা শিক্ষাবোর্ডের জেএসসি রেজাল্ট ২০১৮

দিনাজপুর জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৮

যশোর শিক্ষা বোর্ডের জে এস সি পরীক্ষার ফলাফল ২০১৮

রাজশাহী শিক্ষাবোর্ডর জেএসসি পরীক্ষার রেজাল্ট ২০১৮

সিলেট শিক্ষা বোর্ডের জে এস সি রেজাল্ট 2018

বরিশাল শিক্ষাবোর্ডের জেএসসি পরীক্ষার ফলাফল 2018

মাদ্রাসা শিক্ষা বোর্ডের  JDC রেজাল্ট 2018


EIIN Number দিয়ে রেজাল্ট ডাউনলোড করবেন যেভাবে:
শিক্ষা প্রতিষ্ঠানের EIIN Number দিয়ে রেজাল্ট ডাউনলোড করার সুবিধা হল, আপনি একটি প্রতিষ্টানের সকল ছাত্র ছাত্রীদে জেএসসি অথবা জেডিসি রেজাল্ট একসাথে ডাউনলোড করে নিতে পারবেন। তবে এ পদ্ধতিতে আপনি শুধু আপনার রোল নাম্বারের সাথে কোন গ্রেড পেলেন তা জানতে পারবেন, কিন্তু মার্কশিট বা নাম্বারশিট দেখতে পারবেন না.........

প্রথমে আপনি এই লিংকে ক্লিক করে Board অপশন থেকে আপনার শিক্ষাবোর্ড টি সিলেক্ট করতে হবে, তারপর EIIN এর বক্সে আপনার প্রতিষ্ঠানের EIIN Number টি লিখতে হবে এবং সর্বশেষ Get Institution Result এ ক্লিক করার পরেই রেজাল্ট চলে আসবে ইনশাআল্লাহ, আপনি চাইলে ডাউনলোড / প্রিন্ট / সেভ করে নিতে পারবেন।
[[ আপনার শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN Number টি জানা না থাকলে, প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে EIIN Number টি জেনে নিতে হবে। ]]

জেএসসি রেজাল্ট ২০১৮ ও জেডিসি রেজাল্ট ২০১৮ গ্রেডিং পদ্ধতি:

প্রতি বিষয়ে যদি গড়ে 80-100 পান তাহলে আপনার পয়েন্ট হবে 5.00 গ্রেড হবে → A + এ প্লাস

প্রতি বিষয়ে যদি গড়ে 70-79 পান তাহলে আপনার পয়েন্ট হবে 4.00 গ্রেড হবে → A এ গ্রেড

প্রতি বিষয়ে যদি গড়ে 60-69 পান তাহলে আপনার পয়েন্ট হবে 3.50 গ্রেড হবে → A - এ মাইনাস

প্রতি বিষয়ে যদি গড়ে 50-59 পান তাহলে আপনার পয়েন্ট হবে 3.00 গ্রেড হবে → B গ্রেড

প্রতি বিষয়ে যদি গড়ে 40-49 পান তাহলে আপনার পয়েন্ট হবে 2.00 গ্রেড হবে → C গ্রেড

প্রতি বিষয়ে যদি গড়ে 33-39 পান তাহলে আপনার পয়েন্ট হবে 1.00 গ্রেড হবে → D গ্রেড

প্রতি বিষয়ে যদি গড়ে 0-32 পান তাহলে আপনার পয়েন্ট হবে 0.00 গ্রেড হবে → F গ্রেড

#চেষ্টা করেছি রেজাল্ট জানার সহজ উপায়গুলি বিস্তরিত সহকারে তুলে ধরার জন্য, যাতে আপনারা উপকৃত হতে পারেন। এর পরেও যদি কোন সমস্যায় পড়েন তাহলে নিচের কমেন্ট বক্সে জানান এবং ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করুন।

No comments:

Post a Comment

সবার আগে এইচএসসি/আলিম রেজাল্ট ২০১৯ দেখুন >>> https://ourbd24.com/hsc-result/ সবার আগে এইচএসসি/আলিম রেজাল্ট ২০১৯ দেখুন >>&...