ডিগ্রী পরীক্ষার ফলাফল 2019 | ডিগ্রি রেজাল্ট ২০১৯ জাতীয় বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত পরীক্ষাসমূহের মধ্যে অন্যতম হচ্ছে ডিগ্রি পরীক্ষা। সারা বাংলাদেশের সকল অধীভূক্ত কলেজ সমূহের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রতি বছর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। একটা সময় এমন ছিল যে তিন বছর মেয়াদী ডিগ্রী পাস করতে একজন ছাত্রের প্রায় ৫ থেকে ৬ বছর ও লেগে যেত। বর্তমানে ছাত্র ছাত্রীদের আন্দোলনে বাধ্য হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় যথা সময়ে পরীক্ষাগুলো অনুষ্ঠিত করে থাকে।ডিগ্রির সকল কোর্স সমূহ সম্পর্কে তথ্য:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী পরীক্ষাগুলো কয়েকটি ভাগে বিভক্ত যেমন, যারা নিয়মিত স্টূডেন্ট তারা তিন বছর মেয়াদী ডিগ্রি পাস কোর্সে ডিগ্রী প্রথম বর্ষ, ডিগ্রি দ্বিতীয় বর্ষ ও ডিগ্রী তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহন করে থাকে। আবার যারা অনিয়মিত স্টূডেন্ট তারাও যথাক্রমে ডিগ্রি ১ম বর্ষ, ডিগ্রী ২য় বর্ষ ও ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহন করে থাকে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন পর্যায়েের ছাত্র ছাত্রীদের কে যোগ্যতা অনুযায়ী ডিগ্রী প্রাইভেট পরীক্ষা ও ডিগ্রী সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দিয়ে থাকে।ডিগ্রির সকল কোর্সের পরীক্ষার রেজাল্ট ও মার্কশিট 2019 ডাউনলোড করবেন যেভাবে
সাধারনত ডিগ্রী পরীক্ষার রেজাল্ট ২০১৯ দুই পদ্ধতিতে ডাউনলোড করা যায় যেমন আপনি চাইলে আপনার মোবাইল ফোন থেকে একটি এস এম এস এর মাধ্যমেই ডিগ্রি পরীক্ষার ফলাফল ২০১৯ মূহুর্তেই সংগ্রহ করতে পারবেন এবং যদি আপনার ইন্টারনেট কানেকশন এক্টিভ থাকে তাহলে খুব সহজেই আপনি অনলাইন থেকে ডিগ্রী রেজাল্ট 2019 মার্কশিট সহকারে ডাউনলোড করে নিতে পারবেন।SMS এর মাধ্যমে ডিগ্রী পরীক্ষার ফলাফল 2019 জানবেন যেভাবে (সকল কোর্সের এবং সকল বর্ষের)
প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন NU একটি স্পেস দিয়ে আবার লিখুন DEG আবার স্পেস দিয়ে আপনার রোল নাম্বার টি লিখুন এবং মেসেজ টি পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বারে।SMS Format: NU < space > DEG < space > roll_no > Send SMS to 16222 from any Mobile Phone for recent Result
Example: NU DEG 6100756 → Send to 16222
অনলাইন থেকে ডিগ্রি রেজাল্ট 2019 ও মার্কশিট ডাউনলোড করবেন যেভাবে (সকল কোর্সের এবং সকল বর্ষের)
ডিগ্রী ফলাফল ডাউনলোডের প্রথম লিংক
ডিগ্রি ফলাফল ডাউনলোডের দ্বিতীয় লিংক
→ উপরের লিংকে ক্লিক করলে নিচের মত একটি পেজ ওপেন হবে। সেখানে আপনি প্রথমে Degree এর বাম পাশে থাকা + চিহ্ন তে ক্লিক করুন।
→ তারপর সিরিয়ালে থাকা 1st Year অথবা 2nd Year অথবা 3rd Year অথবা প্রয়োজনে ভিন্ন অপশন সিলেক্ট করুন।
→ তারপর Registraion নম্বরের বক্সে আপনার রেজিষ্ট্রেশন নম্বর টি লিখুন।
→ তারপর Pass Year এর বক্সে আপনার পাশের সাল লিখুন।
→ তারপরের বক্সে ক্যাপচটা কোড টি লিখুন।
→ তারপর search results বাটনে ক্লিক করুন।
→ কিছুক্ষনের মাঝেই আপনার রেজাল্ট দেখতে পাবেন।
"এর পরেও যদি বুঝতে কষ্ট হয় তবে নিচে দেখুন"
No comments:
Post a Comment